বাংলাদেশে বিএফআইডসি’র উৎপাদিত কাঁচা রাবার মিনিবাস, প্রাইভেটকার, বেবিট্যাক্সি, মটরসাইকেল, রিক্সা, বাইসাইকেলের টায়ার-টিউব, চপ্পল, হোস পাইপ, রাবার সোল, বাকেট, গ্যাসকেট, অয়েলসিল, পাট ও বস্ত্রশিল্পের ব্যবসায়ী বিএফআইডিসির’র রাবার টেন্ডারের মাধ্যমে ক্রয় করে বিদেশে রপ্তনি করে থাকে। ইতাপূর্বে জ্বালানী কাঠ হিসেবে ব্যবহৃত অর্নৈতিক জীবনক্রক্র হারানো রাবার কাঠ বর্তমানে বিএফআইডসির শিল্প ইউনিগুলোতে ট্রিটমেন্ট ও সিজনিং করে বিভিন্ন ধরণে উন্নতমানের আসবাপত্র যেমন সোফাসেট, খাট, দরজা-জানালা, ডাউনিং টেবিল, চেয়ারা ইত্যাদি তৈরী হচ্ছে। ট্রিটমেন্ট ও সিজনিং করা বারার কাঠের গুণগমাণ সেগুনকাঠের সমপর্যায়ের।